আপনাদের সবাইকে স্বাগতম আমার এই Basic English নিয়ে সাজানো পেজ টি তে। আমরা সবাই চাই যেন ইংরেজীতে অনর্গল কথা বলতে এবং এটাও জানি যে ইংরেজীতে কথা বলতে গেলে Basic English এর ব্যপার ধারনা না থাকলে আমরা সফল হতে পারবো না। অনেকটাই কঠিন হয়ে পরবে আমাদের জন্য প্রতিদিন দরকারি কথা গুলো ও ইংরেজীতে বলতে পারা। তাই Basic English এর গুরুত্ব অপরিসীম।
আপনাদের জানানোর চেষ্টা করবো Basic English এর মদ্ধে কি কি টপিক অন্তর্ভুক্ত। এখান থেকে জানতে পারবেন কিভাবে অনুশীলন করে অনর্গল ইংরেজীতে কথা বলা যায় সহজে।
সাধারণত যে সকল বিষয় সমূহ না জানলেই নয়, সেগুলো তালিকা দেওয়া হলোঃ
উপরে উল্লেখিত বিষয় গুলো ভালো ভাবে অনুশীলন করতে পারলে Basic English নিয়ে আর কোন মনের দুর্বলতা থাকার কথা না।
ইংরেজীতে কথা বলতে হলে মুখে বলে বলে অনুশীলন করতে হবে সবাইকে। এতেকরে অভ্যস্ত তে পরিনত হওয়া যাবে এবং পারদর্শিতা ও চলে আসবে। উধাহরন স্বরূপ বলা যায়, যেটা আমরা সবাই জানি, এক দিনেই ছোট বাচ্চা হাঁটা শিখেনা। হাঁটা শেখায় পারদর্শিতা অর্জন করতে বহুবার হাঁটতে গিয়ে পরে গিয়ে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং এভাবে বারংবার পরে গিয়ে চেষ্টা করতে করতে এক সময় হাঁটা শিখে যাই আমরা সবাই। ঠিক তদ্রুপ ভাবে আমাদের ইংরেজীতে কথা বলতে গিয়ে অনেক ভুল করে থাকি আমরা। এভাবে ভুল করে নিজের ভুল পরক্ষনেই ধরতে পারার মাধ্যমেই আমরা এক সময় পারদর্শী হায়ে যাবো ইংরেজী ভাষায় কথা বলাতে।